সাংবাদিক মহিউদ্দিন হত্যার বিচার দাবিতে রাস্তায় সহকর্মীরা

Passenger Voice    |    ০৪:০৪ পিএম, ২০২২-০৪-১৬


সাংবাদিক মহিউদ্দিন হত্যার বিচার দাবিতে রাস্তায় সহকর্মীরা

কুমিল্লার বুড়িচং উপজেলায় বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় মাদক কারবারিদের এলোপাতাড়ি গুলিতে নিহত সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈমের সকল হত্যাকারীদের দ্রত গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় কুমিল্লা নগরীতে প্রেসক্লাবের সামনে কুমিল্লা ফটো সাংবাদিক ফোরাম ও বুড়িচং প্রেসক্লাবের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এ ছাড়া এদিন দুপুরে নগরীর কান্দিরপাড় এলাকার পূবালী চত্ত্বরে একই কর্মসূচির আয়োজন কুমিল্লা রিপোর্টার্স ইউনিটি।

এসব কর্মসূচিতে বক্তারা বলেন, সাংবাদিক মহিউদ্দিন সরকার পেশাগত দায়িত্ব পালনের সময় নির্মমভাবে মাদককারবারীদের গুলিতে নিহত হয়েছেন।

মাদকের বিরুদ্ধে সোচ্ছার থাকায় তাকে প্রাণ দিতে হয়েছে। ঘটনার দুদিন অতিবাহিত হলেও পুলিশ মূলহোতা রাজুকে গ্রেপ্তার করতে পারেনি। দ্রুত তাকেসহ সকল খুনিদের গ্রেপ্তার করতে হবে।
বক্তারা আরো বলেন, এসব খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে সাংবাদিক হত্যা বন্ধ হবে না। ভবিষ্যতে এ ধরনের হত্যাকাণ্ড যেন না ঘটে, সে ব্যাপারে প্রশাসনকে কঠোর ভূমিকা পালন করতে হবে। মূলহোতা মাদক কারবারি রাজু গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

এসব কর্মসূচিতে বক্তব্য রাখেন- কুমিল্লা প্রেসকাবের আহ্বায়ক নীতিশ সাহা, সাংবাদিক খায়রুল আহসান মানিক, কাজী এনামুল হক ফারুক, সাইয়িদ মাহমুদ পারভেজ, হুমায়ুন কবির রনি, সাদিক মামুন, ওমর ফারুকী তাপস, আবুল খায়ের, আনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন জাকির, হুমায়ূন কবির জীবন, খালেদ সাইফুল্লাহ, আবু মুসা, জহিরুল হক বাবু প্রমুখ।